‘বম্বে ডাক’
খাস মুম্বইতে বসে ‘বম্বে ডাক’ চিবোতে চিবোতে কেনই বা বিমলাকে মনে পড়ল সুহাসিনীর তা কেউ বলতে পারবে না। সম্পর্কে সুহাসিনী বিমলার মেয়ে। আজ প্রায় পনেরো বছরেরও বেশি সময় ধরে সে মুম্বই-প্রবাসী। এ শহরে কাজের ব্যস্ততার কারণে দম ফেলারও ফুরসত থাকে না। এহেন শুক্র-সন্ধ্যা তাই সুহাসিনীর জীবনে বিরল। বিরল বলেই সন্ধ্যেটাকে সে আলাদা করে ‘পালন’ করতে চায়। আর ঠিক সেকারণেই সুলা’র বোতল সাজানো। ঠিক সেকারণেই ‘বম্বে ডাক’!
by অমর্ত্য বন্দ্যোপাধ্যায় | 10 December, 2023 | 234 | Tags : Short Story Bombay Duck Independent Journalism